মেহেদী হাসান উজ্জ¦ল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ববিতা পারভিন (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর পশ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ধৃত ববিতা পারভিনকে আটক করা হয়। আটক ববিতা পারভিন খাজাপুর পশ্চিমপাড়া গ্রামের গোলজান হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গোলজার হোসেন ও ববিতা পারভিন স্বামী-স্ত্রীসহ মাদক ব্যবস্যা করে আসছিল, পুলিশি অভিযান টের পেয়ে ববিতা পারভিনের স্বামী গোলজার পালিয়ে যায়। এঘটনায় সোমবার ফুলবাড়ী থানার এসআই রওশন আলী বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও চোরাচালান প্রতিরোধ আইনে ধৃত ববিতা পারভিন ও ববিতা পারভিনের স্বামী গোলজান হোসেনকে আসামী করে মামলা দায়ের করেছেন,যার মামলা নম্বর ১০।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ওসি ফকরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নির্দ্দেশে এসআই রওশন আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার খাজাপুর পশ্চিমপাড়া গ্রামে গোলজার হোসেনের বাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গোলজার হোসেনের স্ত্রী ববিতা পারভিনকে আটক করে।
You cannot copy content of this page