রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা কনফারেন্স হলরুমে গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ঢাকাস্থ নড়াইলবাসী শেকড় সন্ধানী এই প্রথম পহেলা ফাল্গুন বসন্ত উৎসব ১৪২৭ উদ্যাপিত হয়েছে। নড়াইলে কৃতি সন্তান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুলের আয়োজনে ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতী রাণী বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ মোঃ রবিউল ইসলাম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক শামীমা সুলতানা, মহিলা আওয়ামী লীগের সদস্য অজিফা খানম, মহিলা আওয়ামী লীগের উপকমিটির সদস্য আফরোজা আক্তার, মৎসজীবি লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ লিকু শিকদার, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চঞ্চল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, লেঃ কঃ (অবঃ) এ. এম আব্দুল্লাহ, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক শাহ মঈনুল ইসলাম বিপ্লব, সাবেক ছাত্রনেতা পলাশ হাজরা, নড়াইল মানবিক উন্নয়নের সাধারণ সম্পাদক সৈদয় আবিদুর রহমান, ঢাকাস্থ নড়াইল সাংবাদিক ফোরাম এর সদস্যবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফুলদিয়ে বরণসহ কেক কাটা হয়। এ সময় নড়াইলের প্রায় দুই শতাধিক পুরুষ ও নারী উপস্থিত ছিলেন। শেষে নানা রকম পিঠা পরিবেশন করা হয়।#
You cannot copy content of this page