হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র সংবাদদাত:গত ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, লায়ন শাখাওয়াত হোসেন। আরও বক্তব্য রাখেন কবি নাহিদ রোকসানা, দৈনিক ভঙ্গ জননী'র প্রধান সম্পাদক কামরুজ্জামান জিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, ফরিদ উদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন শুধু জিয়া নয়, বঙ্গবন্ধু হত্যা ও মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে যারা জড়িত ছিলো তাদের ও খেতাব বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।
You cannot copy content of this page