এমএ সাঈদ আহাম্মেদ হীরা,জেলা প্রতিনিধি,জামালপুরঃ যতই দিন যাচ্ছে ততই যেন ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।শুরু হয়েছে ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা।প্রার্থীরাও তাদের প্রার্থিতা ঘোষণা দিচ্ছে আনন্দঘন মনে।সেই ধারাবাহিকতায় আসন্ন মেলান্দহ উপজেলার ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা দিয়েছেন বর্তমান মেম্বার লুৎফর রহমান ভুলু।ঘোষণার পরপরই তার সমর্থক ও সহযোগীরা সমজ সেবক হিসেবে তাকে নিয়ে প্রচার প্রচারণা করতে শুরু করেছেন।
বর্তমান মেম্বার লুৎফর রহমান ভুলু বলেন,বিগত দিনে আমি আমার ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি।এখনও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।ভবিষ্যতে এ উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সে জন্য আসন্ন নির্বাচনে আমি আবারো প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছি।আমার বিশ্বাস বিগত দিনের ন্যায় এবারো জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।সেই বিশ্বাস কে বুকে ধারণ করে ওয়ার্ডের গরীব দুঃখী মেহনতি মানুষসহ সমাজের উন্নয়নে সর্বদা নিজেকে উৎসর্গ করে দেওয়ার লক্ষেই নির্বাচনে অংশ নেয়ার অভিমত প্রকাশ করেছি।তাই আমি আমার প্রিয় ৯নং ওয়ার্ডবাসীসহ সকলের দোয়া,ভালবাসা ও সুচিন্তিত সমর্থন কামনা করছি।
Leave a Reply