মোঃ হেলাল উদ্দিন,
কামারখন্দ (সিরাজাগঞ্জ) প্রতিনিধিঃআজ ২১ ফেব্রুয়ারি। মহান ‘শহীদ দিবস ও‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। হাতে হাতে বসন্তে ফোটা ফুল নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। দিবসটি পালনে করোনাকাল হওয়ায় বরাবরের মত আনুষ্ঠানিকতা না থাকলেও হৃদয় নিংড়ানো ভালোবাসার ঘাটতি থাকছে না।
শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…' গাইতে গাইতে শহীদ মিনারে সমবেত হন সবাই। তবে করোনার কারণে সব কিছেই হচ্ছে এবার স্বল্প পরিসরে।
আজ সকালে সিরাজাগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের অন্যতম গ্রাম বাগবাড়ীতে রেজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদ এর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জনাব আমিনুল ইসলাম খান, সাধারন সম্পাদক ২ নং ঝাঐল ইউনিয়ন আওয়ামিলীগ, এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব সাখাওয়াত হোসেন, সভাপতি ২ নং ঝাঐল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগ, আরো উপস্থিত ছিলেন জনাব হাসান আলী খান , সাধারন সম্পাদক ২ নং ঝাঐল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, আওয়ামিলীগ।
এসময় উপস্থিত ছিলেন বাগবাড়ী রেজিয়া মকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা গন সহ অত্র গ্রামের সকল প্রবিন মুরুব্বি সহ জনসাধারন।
বীরমুক্তিযোদ্ধাদের প্রতি শহীদ মিনারে ফুল দেওয়ার শেষে শহীদের প্রতি, ও গ্রামের সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়।
You cannot copy content of this page