নিজস্ব প্রতিনিধিঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রামীন হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টার বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছে। গত এক সপ্তাহ ধরে এলাকায় মাইকিন করে সকলকে সেবা নেওয়ার আহবান জানান গ্রামীণ হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ।
২১ ফেব্রুয়ারী সকাল থেকে সেবা প্রদান শুরু করেন রাজশাহী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী রেজিষ্টার ডাঃ তাজুল ইসলাম, এম বি বি এস(সি ইউ),বি সি এস (স্বাস্থ্য)। একশত নব্বয় জন রোগী রেজিষ্ট্রেশন করে দির্ঘ শারিতে বসে অপেক্ষা করছেন।এমন মহত উদ্যোগে খুশি গরিব দুখী মানুষ।নারী পুরুষ সবাই সেবা নিতে এসে সঠিক সেবা পেয়ে খুশি তারা।
ডিজিটাল মেশিনে চোখ পরিক্ষা করে বিভিন্ন পাওয়ারের চশমার ব্যাবস্থা পত্র প্রদান সহো,ছানি,চোখের প্রদাহ সহ সকল প্রকার চোখের চিকিৎসা প্রদান করছে প্রতিষ্ঠান টি।
এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণ হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এম ডি হাবিবুর রহমান হাবিব বলেন, আমরা সব ধরনের চিকিৎসা সেবা দিলেও চোখের স্পেশাল কনো সেবা শহর ছাড়া মানুষ পায়না বলে অনেক বয়স্কদের সেবা থেকে দুরে থাকতে হয়।এ মহান দিনে আমরা চেষ্টা করেছি বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে বয়স্ক মানুষ যারা শহরে যেতে অক্ষম তাদের পাশে থাকা।আগামিতেও আমরা এমন সেবা মানুষকে যেনো দিতে পারি তাই সকলের সহোযোগিতা ও দোয়া কামনা করছি।
You cannot copy content of this page