জুবায়েল হোসেনঃসিরাজগঞ্জের বেলকুচিতে অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ৫ আসনের বেলকুচি চৌহালীর সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার সহ-সভাপতি গাজী দেলশেখ আলী প্রাং সহকারী কমিশনার (ভূমি) রবিন শীর্ষ, থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বেলকুচি সরকারী ডিগ্রী কলেজের অধ্যাক্ষ মোস্তাফিজুর রহমান, ,উপজেলা কৃষি অফিসার কল্যান প্রসাদ সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে চিত্রংকন ও রচনা আবৃত্তি প্রতিযোগীতাদের মাঝে পূরস্কার বিতরণ করা হয়।
You cannot copy content of this page