ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান মন্ত্রীর বিশেষ উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে ২০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও ৫৬ জনকে খাতা, কলম,স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
উপজেলো নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আতাউর রহমান মিল্টন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামসুন্নাহার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মশিউর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাম্মৎ: হাসিনা ভুইয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান,অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলাম,উপজেলা আদীবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু প্রমুখ।
You cannot copy content of this page