গাজীপুরের কাপাসিয়ায় টোক "মানবতার ঘর" এর মাধ্যমে করোনা ভাইরাস (Covit19) এর বিনামূল্যে টিকা গ্রহণের রেজিষ্টেশন উদ্বোধন করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে টোক বাজার ভূইয়া মার্কেট ভূমি অফিসের পূর্ব পাশে শাকিল শাহী কম্পিউটার সেন্টারে বিনামূল্যে টিকা রেজিষ্টেশন উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন শাখা আওয়ামীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দীন , মানবতার ঘরের কর্ণধার শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দীন, শিক্ষক কামাল হোসেন আকন্দ, শারমিন সুলতানা।
মানবতার ঘরের কর্ণধার শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দীন বলেন, আজ প্রথম দিন বেশ কয়েকজন লোক করোনা টিকা গ্রহণের রেজিষ্টেশন করেন। মানবতার ঘরের মাধ্যমে খুব সহজে মানুষ টোক বাজার থেকে রিজিষ্টেশন করে করোনা টিকা গ্রহণ করতে পারবে।
You cannot copy content of this page