নড়াইল শহরের মধ্য দিয়ে প্রস্তাবিত ফোর লেন সড়ক নির্মান বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। নড়াইল পৌর সুপার মার্কেটের ব্যবসায়ীদের আয়োজনে বৃহস্পতিবার (২৫ ফেব্রæয়ারি) সকালে পৌর সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী নেতা ও জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্জ্ব ওয়াহিদুজ্জামান, ব্যবসায়ী নেতা আবুল কালাম,নবীর হোসেন,বঙ্গবন্ধু হকার্স মার্কেটের সভাপতি টুকু, ব্যবসায়ী নেতা কামরুল বিশ্বাস, গৌতম,মতিন,সুজিত প্রমুখ।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চালাকালে বক্তারা বলেন,শহরের ৩টি পৌর সুপার মার্কেট সহ অসংখ্য স্থাপনা ভেঙ্গে ৪ লেন সড়ক নির্মান না করে বাইপাস সড়ক নির্মান করা হোক। সুপার মার্কেটগুলি ভাঙ্গা পড়লে ব্যবসায়ীরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হবেন। ব্যবসায়ীদের জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত ফোর লেন নির্মান না করে বাইপাস সড়ক নির্মান করে যানজট নিরসন করা হোক।
মো জান্নাতুল বিশ্বাস/প্রতিদিনের সময়
You cannot copy content of this page