সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ১ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টর খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ/দেবত্তরপাড়া গ্রামে আমরা ক জন সংগঠন এর উদ্যোগে মাদারগঞ্জ/দেবত্তরপাড়া মাঠে ১ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ/দেবত্তরপাড়া ১ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এর সভাপতিত্বে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রওশনুল হক তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক ও চেম্বার অব কর্মাসের পরিচালক এস এম শাওন চৌধুরী, মেসার্স বি বি এ অটো রাইস মিল সত্ত্বাধিকারী বাহার আলী সরকার, বিএসটিভি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক, সিনিয়র সাংবাদিক সুজন আলী সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বড়গ্রাম আলিম মাদ্রাসার প্রভাষক ও ঠাকুরগাঁও বেতারের উপস্থাপক মোস্তাক আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের আয়োজক জুয়েল, আসিফ, বাপ্পি, সুবেল, রনি, আলিফ, আসিফ, মিলন সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রওশনুল হক তুষার বলেন, যত বেশী ক্রীড়ার চর্চা হবে তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে। এ জন্য যুব সমাজকে খেলাধুলার মধ্য দিয়ে মানসিক ও শারীরিক যোগ্যতায় অবদান রাখতে হবে। আসুন আমরা সকলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
১ দিন ব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করেন। ৮টি দলের মধ্যে আয়োজিত এ টুর্নামেন্ট খেলায় শিরোপা জয়ের লক্ষ্যে ব্যপক প্রতিদ্বন্দীতা করতে দেখা যায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে এনা ট্রান্সপোর্টকে ১-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রনি বাপ্পি জুটি।
খেলা শেষে অতিথিগন রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরুস্কার তুলে দেন।
You cannot copy content of this page