মোঃ মনিরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের মধ্যে দলীয় রাজনীতিতে আলোচিত ইউনিয়ন হলো ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন। ভৌগলিক দিক থেকে এই ইউনিয়নটিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বলা হয়। সারাদেশে ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে আ’লীগের সম্মেলন। সারাদেশের ন্যায় হাটিকুমরুল ইউনিয়ন আ’লীগের ত্রি- বার্ষিক সম্মেলনকে ঘিরে চলছে আলোচনার ঝড়। আ’লীগের তৃণমুলের নেতাকর্মীরা চাচ্ছে দলের উন্য কর্মঠ,নিবেদিত প্রান,স্মার্ট, স্বচ্ছ ক্লিন ইমেজের যোগ্যতা সম্পূর্ন ব্যাক্তিরাই দলের হাল ধরুক। সাধারণ সম্পাদক পদপার্থীদের মধ্য মামুন রশিদ চৌধুরীর নাম জোরে-সোরেই শোনা যাচ্ছে। তিনি বর্তমান হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে।তার পিতা শাহজাহান আলী চৌধুরী।মামুন রশিদ চৌধুরী চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পরেন এবং দলীয় সকল মিটিং মিছিলে অংশগ্রহন করেন। এসএসসি পাশ করে ১৯৯৫ সালে বগুড়া সরকারী আজিজুল হক কলেজে ভর্তি হন তিনি । কলেজে ছাত্রলীগ সংগঠনের সাথে ঘনিষ্ঠ ভাবে নিজেকে জড়িয়ে ফেলেন। পড়ালেখা শেষ করে তিনি নিজ এলাকায় রাজনীতি শুরু করেন। তিনি দলীয় দায়িত্ব পালন কালে নানা সময় বিভিন্ন মামলা হয়রানির শিকার হন। তিনি ১/১১ সময়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল এলাকায় লগী বৈঠা মিছিলে অগ্রনী ভুমিকা পালন করেন এবং বিভিন্ন মিটিং মিছিলে নেতা কর্মীদের নেতৃত্ব দিয়ে আসছেন।এছাড়াও ১৯৯৬ সালের বিএনপির কথিত নির্বাচন প্রতিহত করার সংগ্রামে তিনি বেশ সক্রিয় ভুমিকা পালন করেন। তিনি পর্যায়ক্রমে হাটিকুমরুল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।এবং ২০১৯ সালের জাতীয় নির্বাচনে ১নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।তিনি মাওলানা আব্দুর রশীদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি পদে নির্বাচিত হয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য ইউনিয়নের তৃনমুলের সকল নেতাদের সুসংগঠিত করার জন্য হাটিকুমরুল ইউনিয়ন আ’লীগের একটি সুন্দর কমিটি উপহার দেয়ার আশা ব্যাক্ত করেন।
Leave a Reply