আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে- গণতান্ত্রিক শ্রম আইনের আকাঙ্খা ও শ্রম আইন সংশোধনের সাম্প্রতিক শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ফেব্রয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উক্ত সভার সভাপতিত্ব করেন কমরেড নব কুমার কর্মকার। আলোচনা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন জেলা সিপিবি সভাপতি ইসমাইল হোসেন জাতীয় জুট মিল সংগ্রাম কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম সিরাজগঞ্জের গনহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম পেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ সুলতান আহমেদ আরংগো আজিজ স্বপ্ন ডা আব্দুল হালিম মতিয়ার রহমান. প্রমুখ। আলোচনায় বক্তাগন বলেন স্বাধীনতার পর থেকে শ্রম আইন সংশোধনের নামে প্রত্যেক সরকার শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালো আইন প্রণয়ন করে শ্রমিক শোষনকে আরো তীব্র করেছে। বক্তাগন সকল কালো আইন বাতিল করে গনতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবী জানান ।
Leave a Reply