কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মোঃ আমানত হোসেন খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
বৃহষ্পতিবার সকালে আকস্মিকভাবে তিনি পরিদর্শনে আসেন। হাসপাতালে উপস্থিত হয়ে করোনা টিকা নিবন্ধন কেন্দ্রসহ হাসপাতালের সার্বিক পরিশ্রিতি খোঁজ খবর নেন। হাসপাতালে আসা প্রতিটি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল স্টাফদের তিনি আহবান জানান৷ পরিদর্শন শেষে হাসপাতালের কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার, সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন, ইঞ্জি. সুমন রাহাদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, আমিনা খাতুন, নুরুজ্জামান, রফিউদ্দিন লিটন, আব্দুল হাই, মোশারফ হোসেন প্রমুখ।
Leave a Reply