নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তর যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম (শিপ্রা),উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশী দারিত্ব।বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান।
Leave a Reply