পাবনায় ফার্মাসিউটিক্যালস্ এক্সিকিউটিভ ফোরাম বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করেছে।
বুধবার পাবনা শহরের এক অভিজাত রেষ্টুরেন্টে ফার্মাসিউটিক্যালস্ এক্সিকিউটিভ ফোরাম, পাবনা "র আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ এর RSM মোঃ নূরুল আমিন। সংগঠনের সভাপতি মমতেহান জান্নাত প্রিন্স এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সিদ্দিকুর রহমান পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আজম, অর্থ সম্পাদক মোঃ সামীম খান, সদস্য নাজিম উদ্দিন, আতিকুল ইসলাম, হাবিবুল্লা মমিন, নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। সভাপতির বক্তব্যে প্রিন্স বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।আমরা জাতি হিসেবে বঙ্গবন্ধুর কাছে ঋনী।আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি বঙ্গবন্ধুকে যেন জান্নাতুন ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।
You cannot copy content of this page