নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে FnF স্কুলের পথ শিশু এবং সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ আ’লীগের সাবেক সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন মোহন।
মঙ্গলবার (১৭ মার্চ) তারিখে দুপুরে শতাধিক এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
অদূর ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ আ’লীগের সাবেক সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন মোহন।
You cannot copy content of this page