স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদের রত্নগর্ভা মা শাহজাদী বেগম (৭৩) গতকাল রাত ৯:২৫ মিনিটে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য জননেতা আব্দুর রহমান।
আজ এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য জননেতা আব্দুর রহমান বলেন, শাহজাদী
বেগম একজন গুণী, আদর্শবান ও রত্নগর্ভা মাতা ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের একজন গুণী ও আদর্শবান ব্যক্তিত্বের শূন্যতা তৈরি হলো।
শোকবার্তায় জননেতা আব্দুর রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
You cannot copy content of this page