নাগরপুর(টাঙ্গাইল )প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকালে টাঙ্গাইল আরিচা মহাসড়কে উপজেলা মোড়ে সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বাজারে আগত মাস্কবিহীন জনসাধারণ মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ২০ টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, এ প্রসঙ্গে “করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তিতেও এ ধারা অব্যহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করলে বাংলাদেশ থেকে করোনার বর্তমান আঘাতকে প্রতিহত করা সম্ভব হবে । জনসাধারনের মাঝে মাস্ক বিতারন করা হয়। এ সময় নাগরপুর থানার উপ-পরির্দশক এ এস আই মো. রাসেল সহ উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page