রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ০২ নং নোঁয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম ভুঁইয়া লন্ডনির ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। ২১ শে মার্চ এই ব্যানার ছেড়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম ভুঁইয়া লন্ডনি।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামগঞ্জ উপজেলার ০২ নং নোঁয়াগাও ইউনিয়নে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী উধনপাড়া বজলুর রহমান ভুঁইয়া বাড়ির বাসিন্দা ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম ভুঁইয়া লন্ডনি। সেই সুবাধে তিনি রামগঞ্জ উপজেলা ও তার নিজ ইউনিয়ন নোঁয়াগাওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,দলের সভানেত্রী শেখ হাসিনা ও রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের ছবি সম্বলিত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যানার, পিস্টূন গত ২০ মার্চ শনিবার বিভিন্ন সড়কে সাটিয়েছেন।কিন্তু দুঃখের বিষয় কিছু স্থানে দুর্বিত্তরা সেই ব্যানার পিস্টুন ছিড়ে মাটিতে ফেলে দেয়। এতে করে বঙ্গবন্ধু , প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়কে অবমাননার মত জগন্য অপরাধ করেছেন বলে মনে করেন স্থানীয়রা। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তারা।স্থানীয়দের অভিযোগ এই ধরনের কর্মকান্ড প্রতিনিয়তই ঘটছে।দুর্বিত্তরা যেকোন নেতাদের ব্যানার পিস্টুন ছিড়ে ফেলে দিচ্ছেন যত্রতত্র।এই ধরনের প্রতিহিংসামুলক রাজনীতি পরিহারের দাবি সর্বমহলের।
You cannot copy content of this page