নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বাজারে আগত মাস্কবিহীন জনসাধারণ মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৬ টি মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, এ প্রসঙ্গে “করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তিতেও এ ধারা অব্যহত থাকবে।
স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করলে বাংলাদেশ থেকে করোনার বর্তমান আঘাতকে প্রতিহত করা সম্ভব হবে ।
জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয়। এ সময় নাগরপুর থানার পুলিশ ও উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page