নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষাগুরু গোপেন্দ্র মোহন সাহা (গোপেন স্যার) মৃত্যু বরণ করেছেন। রোববার (২১ মার্চ) রাতে টাঙ্গাইলে তঁার ছোট ছেলের বাড়িতে বার্ধক্য জনিত কারনে মারা যান প্রবীণ এ শিক্ষাবিদ। মৃত্যুকালে তঁার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শিক্ষক গোপেন্দ্র মোহন সাহাকে সর্বস্তরের জনসাধারণের শেষ শ্রদ্ধা জানাতে তঁার মৃতদেহ সোমবার দুপুরে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ও প্রিয় কর্মস্থল সরকারি যদুনাথ পাউলট মডেল উচ্চ বিদ্যালয়ে নেওয়া হয়। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার মামুদনগর কেন্দ্রীয় শ্মশানে তঁাকে দাহ করা হয়। প্রবীণ এ শিক্ষাবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন করটিয়া সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আফছার উদ্দিন, নাগরপুর সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক আশরাফ উদ্দিন খান, সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলাম সবুজ, নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু লক্ষ্মীকান্ত সাহা, নাগরপুর প্রেসক্লাব, নাগরপুর রিপোর্টারস ইফনিটি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
You cannot copy content of this page