স্টাফ রিপোর্টারঃ
যশোরের বেনাপোল বালুন্ডা গ্রাম থেকে ১শ' বোতল ভারতীয় ফেনসিডিল সহ মনিরুল ইসলাম (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(২৩ মার্চ) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বারোপোতা কৃষ্ণপুর গ্রামের শরবত আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর,এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ১শ' বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
You cannot copy content of this page