রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনায় পুকুরে কার্প ফ্যাটেনিং ও বসত ভিটার পুকুরে মাগুর মাছ চাষ বিষয়ক গবেষণালব্ধ ফলাফল প্রচার কর্মশালা অনষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কর্মশালায় রাবি ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. মনজুরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি’র ফিশারিজ
অনুষদের ডীন ও রাবি উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ;
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন সহ-প্রধান গবেষক প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান মন্ডল। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের
প্রধান গবেষক প্রফেসর ড. মোহা: আখতার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. সালেহা জেসমিন ; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক
ড. মোঃ আব্দুর রাজ্জাক ও
ড. মোঃ আরিফুল আলম ; চ্যানেল আই স্টাফ রিপোর্টার আবু সাহে মোঃ ফাত্তা, সফল মৎস্য চাষী সোহরাব হোসেন, পিইচ-ডি ফেলো মো: আনোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply