নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ালোহাগড়া উপজেলার ১নং নলদী ইউনিয়নকে শতভাগ খোলাজায়গায় পায়খানা মুক্ত ঘোষণার লক্ষ্যে ইউকেএইড (টকধরফ)-এর অর্থায়নে, ইউনিসেফ বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর সার্বিক তত্ত্বাবধানে নলদী ইউনিয়ন ওয়াটসান কমিটি কর্তৃক আয়োজিত এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বুধবার (২৪ মার্চ) সকাল ১১টায় নলদী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী।
প্রধান অতিথি লোহাগড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি নলদী ইউনিয়নকে শতভাগ খোলাজায়গায় পায়খানা মুক্ত হিসেবে ঘোষণা দেন এবং ‘সনদ পত্র’ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি অনজিত কুমার দাস, কেয়ার বাংলাদেশ আসওয়া-২ প্রকল্পের ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় কেয়ার বাংলাদেশের ওয়াস কর্মকর্তা ভবরঞ্জন পাল, স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ, কেয়ার বাংলাদেশের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কেয়ার বাংলাদেশের স্বাভাব নেতা মিজানুর রহমান।
উল্লেখ্য, কেয়ার বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন আসওয়া-২ প্রকল্পের কার্যক্রম নড়াইলের লোহাগড়া উপজেলার ৫টি ইউনিয়নে চলমান রয়েছে। প্রকল্পটি ‘খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন’ নিশ্চিত করার লক্ষ্যে পরিবার, কমিউনিটি ও স্কুল পর্যায়ে পয়ঃনিষ্কাশন, নিরাপদ পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে কাজ করছে।#
মো জান্নাতুল বিশ্বাস/প্রতিদিনের সময়
You cannot copy content of this page