প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২১, ১:৫৩ অপরাহ্ণ
রাজশাহী শিশু একাডেমিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী চত্বরে দিনব্যাপী সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের পর বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের'র সার্বিক তত্বাবধানে ও আব্দুর রোকন মাসুম'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্নী তাহমিনা রহমান শিশির, নৃত্যগুরু হাসিব পান্না, সংগীত গুরু মঞ্জুশ্রী রায়-সহ শিশু একাডেমির শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও সুধী সমাজের একাংশ।
© 2024 Probashtime