প্রতিদিনের সময় প্রতিবেদকঃ
একাত্তরের অগ্নিঝরা ২৫শে মার্চে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস,ভয়ংকর ও বিভীষিকাময় এক কালরাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস হত্যাযজ্ঞ। তাই এই ২৫শে মার্চ গণহত্যা দিবস কে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি লাভের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের পক্ষ থেকে ২৫শে মার্চ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতিসংঘের সদর দপ্তর বরাবর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কে আজ ২৫শে মার্চ ২০২১, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থবিধি মেনে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহন করেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা ও সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাহিদুল হক রাসেল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন রুবেল, আহমেদ তানজিম, জহিরুল ইসলাম জয়, শাহিন খান পিয়াল, জয় হোসাইন, নিউইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি রায়হান মাহমুদ প্রমুখ।
You cannot copy content of this page