স্পেশাল করেসপন্ডেন্টঃ লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের, সাবেক প্রতিষ্ঠিতা সভাপতি, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক গন্থনা ও প্রকাশনা সাম্পাদক, ৮৮ নং ওয়ার্ড যুবলীগ কদমতলী থানার সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর যুবলীগ সহ প্রচার সাম্পাদক ও বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, শাহজাহান কবির টিটু।
শাহজাহান কবির টিটু এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন সাত জন।
আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শেষে এ তথ্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
You cannot copy content of this page