মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার সকাল সাড়ে ১১টায় এক কোটি ৮০ লক্ষ্য টাকা ব্যায়ে নবনির্মিত তিন তলা বিশিষ্ট্র মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার মধ্যগৌরীপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় বরাদ্ধকৃত নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন,অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো: আসাদুজ্জামান,সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,উপজেলা প্রকৌশলী মো: রায়হানুল ইসলাম,অফিসার্স ইনচার্জ মো: ফখরুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মাহামুদল হাসান,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মকছেদ আলী,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত আলী,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: এছার উদ্দিন প্রমুখ। এসময় সকল বীর মুক্তিযোদ্ধাগণসহ অন্যন্য গন্যমান্য ব্যাক্তীবর্গ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page