মো জান্নাতুল বিশ্বাস নড়াইল প্রতিনিধি!! নড়াইলের লোহাগড়ায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়,উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস,লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী বনি আমিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি প্রমুখ। এসময় উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন,উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১হাজার ৯শত কৃষকের মাঝে ১বিঘা জমির জন্য প্রতি কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ,২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।#
Leave a Reply