নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং লকডাউন না মানায় টাঙ্গাইলের নাগরপুরে অভিযান চালিয়ে ১৪ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ অদালত।
রোববার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত নাগরপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত ই জাহান এর নেতৃত্বে করোনা সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি, নাগরপুর থানার এ.এস.আই আনিসুজ্জামান সহ পুলিশ সদস্যরা ও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।
উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত ই জাহান বলেন, দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা সদর বাজার ও চৌরাস্তা
এলাকায় বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় লকডাউন না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে মোবাইল কোর্টে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় ১৪ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও শিশু ও স্বল্প আয়ের মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও সাধারণ লোকজনকে করোনার সম্পর্কে সচেতন করা হয়। করোনা মহামারিতে সবাই ঘরে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।
তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply