আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
চলছে পবিত্র মাহে রমজান, সাথে চলছে লকডাউন ও। এমতাবস্থায় নিম্ন, মধ্যবিত্ত পরিবারগুলো কর্মহীন হয়ে অনেক কষ্টেই দিনাতিপাত করছেন।তাই নিম্ন আয়ের এই অসহায় ও হতদরিদ্র মানুষগুলোর পাশে দাড়িয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন নাগমুদ আদর্শ যুব ক্রীড়া সংঘ।
এটি উপজেলার নাগমুদ পাটওয়ারী মার্কেট (কচু মার্কেট) বাজারে অবস্থিত। সংগঠনটি তার নিজস্ব অর্থায়নে ইফতার উপহার বিতরণ করে হাসি ফুটিয়েছেন অনেক পরিবারের মুখেই।
ধারাবাহিকভাবে ১৯ এপ্রিল সোমবার নাগমুদ, মধ্যপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার উপহার সামগ্রী পৌঁছে দেন তারা।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ জানান, নাগমুদ আদর্শ যুব ক্রীড়া সংঘ প্রতিবছরের ন্যায় এবারও নিম্ন ও মধ্যবিত্ত শতাধিক পরিবারের মাঝে ইফতার উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এর ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।এবারে ইফতার সামগ্রীগুলোর মধ্যে রয়েছে খেজুর, আলু,ছোলা,মুড়ি, ডাল, পেয়াজ, তৈল, চিনি সহ খাদ্যসামগ্রী। এসময় সার্বিক সহযোগিতা করেন নাগমুদ আদর্শ যুব ক্রীড়া সংঘের ইমন মাল, ইয়াছিন আরাফাত,ইমন মিঝি, সাইফুল ইসলাম , সুজন হোসেন,হাছান ভুইয়া, প্রবাসী, গ্রামবাসী সহ প্রমুখ ।
সংগঠনটি নিজস্ব উদ্যোগে ইতিপুর্বেও মসজিদ মাদ্রাসায় নিজস্ব অর্থায়নে টিউবওয়েল স্থাপন, বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
Like this:
Like Loading...
Leave a Reply