নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
লকডাউনের সময়ও দ্বিতীয় ডোজ নিতে টিকা গ্রহিতাদের আগ্রহে ভাটা পড়েনি। বরং দ্বিতীয় ডোজ গ্রহণে আগ্রহ বাড়ছে মানুষের।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন গতকাল পর্যন্ত ১ হাজার ৯ শত ৪ জন। গত কাল পর্যন্ত সর্বমোট প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৪ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান এর দেওয়া তথ্যমতে, প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৪ জন। বৃহস্পতিবার পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ৯ শত ৪ জন। নতুন আক্রান্ত ৬ জন, মোট আক্রান্ত ১১৬ জন এর মধ্যে বাসায় চিকিৎসা নিয়ে ১১০ জন সুস্থ হয়েছেন।নতুন করে ৬ জনের নমুনা পাঠানো হয়েছে তাদের রিপোর্ট এখনও পাওয়া যায় নাই।
You cannot copy content of this page