প্রতিদিনের সময় প্রতিবেদকঃ
ইতালী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, আমরা এমন একটা ক্রান্তিকাল অতিক্রম করছি যেখানে আমাদের সবা দৃষ্টিভঙ্গি একই সমান্তরালে নিয়ে এসেছে। আমরা সবাই একটা অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ চাই। আমরা দূরগামী যে চিন্তা করি যেটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন যার বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। সেই জায়গাটায় পশ্চাৎপদ একটা শক্তি যারা একাত্তরে পরাজিত হয়েছে এবং তাদেরই অনুসারী ঘুরে ফিরে বারং বার আমাদের খামচে ধরার চেষ্টা করছে এবং আমাদের পেছনে টেনে নেওয়ার চেষ্টা করছে। এবং এটা করতে গিয়ে যতধরনের ধর্মীয় উন্মাদনা আছে, যত ধরনের ছল চাতুরি আছে, যত ধরনের সুড়সুড়ি আছে; এইসব ধরনের কূটকৌশল বা কূটচাল তারা ব্যবহার করছে। হেফাজতে ইসলামের বহুল আলোচিত-সমালোচিত নেতা মামুনুল হককে মোহাম্মদপুরের একটি মাদরাসা থেকে ১৮ এপ্রিল দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়দিনে ৯ জন কেন্দ্রীয় নেতাসহ ৪৬৯ জন হেফাজত নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে। আরও ৩৫ জন কেন্দ্রীয় নেতা নজরদারিতে আছেন বলেও জানা গেছে। সরকারের এই পদক্ষেপে আমরা এখন কিছুটা নিশ্চিন্ত আছি বলা চলে। সম্প্রতি ২৬ ও ২৮ মার্চে ব্রাহ্মণবাড়িয়ায় যে তাণ্ডব, ধ্বংসলীলা, অগ্নিসংযোগ এবং নগরীর নানা স্থাপনার ওপর বর্বরোচিত আঘাত করা হয়েছে তা একেবারেই সেই একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনীর যে তাণ্ডব করেছিল সেটার সাথে তুলনা করা যায়। তাদের চিন্তাভাবনাকে বাঙলার অপামার জনগণ ঐতিহাসিকভাবে প্রত্যাখ্যান করে এসেছে এবং এবারো করেছে।
You cannot copy content of this page