নিজস্ব প্রতিবেদকঃ জার্মান ইউরো-বাংলা টিভিতে ২৪ এপ্রিল রোজ শনিবার জার্মানির সময় সন্ধ্যে পাঁচটা এবং বাংলাদেশ সময় রাত নয়টায় জার্মানির ক্যাপিটাল সিটি বার্লিন শহর থেকে জার্মান ইউরো-বাংলা টিভি ফেসবুকে প্রোগ্রামটি সরাসরি লাইভ সম্প্রচার করেছেন। আলোচনার বিষয়বস্তু ছিল মাহে রমজান উপলক্ষে রমজানের বিভিন্ন প্রকার নিয়ম কানুন এবং রমজানের তাৎপর্য ভবিষ্যৎ বংশধরদের আমরা কিভাবে ইসলামের হাদিসের শরীয়তে সামনে এগিয়ে যাব। আলোচনায় অংশগ্রহণ ইউরোপের জার্মানির এবং বাংলাদেশ থেকে গনি সম্মানিত ব্যক্তিবর্গ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে মানব অধিকারকর্মী বিশিষ্ট গবেষক অ্যাডভোকেট ডা. আলহাজ্ব শরীফ শাকিব মানবাধিকার কর্মী বিশিষ্ট আইন গবেষক টেক্স এন্ড কনসালটেন্ট, আফরোজা পারভিন পিএইচডি নির্বাহী পরিচালক নারী উন্নয়ন শক্তি মানবাধিকার নেত্রী, আব্বাস চৌধুরী জার্মান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জার্মান ইউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার নেতা, সাইফুল কবির অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অস্ট্রিয়ার বিশিষ্ট সমাজসেবক সমাজকর্মী জনবান্ধব নেতা, নাসিমা পারভীন সিনিয়র শিক্ষিকা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ সোশ্যাল ওয়েলফেয়ার জনসমাজ কর্মী জনবান্ধব নেত্রী, সানাম সুমি বিশিষ্ট কণ্ঠ শিল্পী বিটিভি এবং সমাজকর্মী মানবাধিকার নেত্রী, খলিলুর রহমান বার্লিন ইউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার জনবান্ধব কর্মী বিশিষ্ট নেতা, ফার্জানা আফ্রজ অ্যাঙ্গেল রোজ স্থাপত্য নকশা কার এন্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহিলা সম্পাদক বাংলাদেশ, মোসলে উদ্দিন বার্লিন ইউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার জনবান্ধব কর্মী এবং সোশ্যাল ওয়েলফেয়ার নেতা প্রমুখ।
অনুষ্ঠানটি দীর্ঘ ২ ঘন্টা জার্মানির রাজধানী বার্লিন শহর থেকে জার্মান ইউরো-বাংলা টিভির কর্তৃপক্ষ সরাসরি ফেসবুক লাইভ সম্প্রচার করেন ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা বার্লিন আওয়ামী লীগ নেতা জার্মান আওয়ামী লীগ নেতা, জার্মান ইউরো-বাংলা টেলিভিশনের সঞ্চালক পরিচালক এবং চেয়ারম্যান জনাব মীর জসিম মিয়ার সঞ্চালনায় প্রোগ্রামটি দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী লাইভ সম্প্রচার করা হয় সেখানে মান্যগণ্য উপস্থিতি রমজানে মাহফিলের উপরে তাৎপর্য করে আলোচনা করেন।
জার্মানির বাংলা টিভির চেয়ারম্যান জনাব মীর জসিম মিয়া বলেন, আমাদের রোজা-রমজানের মাহফিলের উপরে তার দিক নির্দেশনা এবং ইউরোপের মাটিতে কিভাবে আমাদের ভবিষ্যৎ বংশধর তারা কিভাবে বাংলা এবং আরবি হাদিস কোরানে দিক শিক্ষায় শিক্ষিত হবে সেটার উপরে তার আলোচনা রাখেন এবং মূল্যবান বক্তব্য দেন।
জার্মান আওয়ামী লীগের এবং অস্ট্রিয়া আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক বিন্দু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কিন্তু বৈদ্য ইলেকট্রনিক্স প্রবলেমের কারণে তারা লাইফে অংশগ্রহণ করতে পারেননি তারা জয়েন্ট এসেছেন তারা এসেছে তারা খুশি তারা বলেছেন অনুষ্ঠানে আমরা পরের প্রোগ্রামে আসবে জসিম আপনি এখন যেভাবে আছি এভাবে চালিয়ে যান আমরা আপনার সাথে আছি এবং ফার্জানা আফ্রজ অ্যাঙ্গেল রোজ উনিও ঢুকতে পারিনি সেজন্য আমি সবার কাছে আজকে এই সংবাদ মাধ্যমের মধ্যে বিনীত দুঃখ প্রকাশ করছি ধন্যবাদ সবাই জার্মান ইউরো-বাংলা টিভির সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে থাকব ধন্যবাদ।
You cannot copy content of this page