আব্দুল নূর,নেত্রকোনাঃ ২৮ এপ্রিল বুধবার ১১.৩০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোণায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এম.পি।
নেত্রকোণা জেলায় চলতি বোরো মৌসুমে ২৭ টাকা কেজি দরে ২৫ হাজার ২শত ৪৯ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।
নেত্রকোণার জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান নেত্রকোণা সদর এলএসডি গুদাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হাওর অঞ্চলের বোরো ধান কাটা ও সংগ্রহের সার্বিক চিত্র তুলে ধরেন।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মোস্তফা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাকি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply