আব্দুল নূর,নেত্রকোণাঃ "কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ভোক্তার উপযোগী হোক ডিজিটাল বাংলাদেশ।"এই স্লোগানকে সমানে রেখে ৩০ এপ্রিল (বুধবার) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয় কর্তৃক বিশেষ সেবা সপ্তাহের(৩০ এপ্রিল থেকে ৬ মে) শুরু হয়।
প্রথম দিনেই সদর উপজেলার কুমড়ি বাজার, ছোট বাজার এবং মেছুয়া বাজারে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
কুমড়ি বাজারে কৃষকদের ধানের ওজনে কারচুপির অভিযোগে ২টি ধানের আড়ৎদারকে জরিমানা করা হয় এবং সনাতন দাঁড়িপাল্লার পরিবর্তে ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রের ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়।
তাছাড়া নেত্রকোণা শহরের ছোট বাজার এবং মেছুয়া বাজারে তরমুজসহ ফলের দোকানে অভিযান পরিচালিত হয়।তাতে তরমুজ যৌক্তিক মূল্যে পিস হিসেবে বিক্রির জন্য বলা হয় এবং ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। সেই সাথে তাদের যথেষ্ট নিয়ম না মানায় ৩জন তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
এ সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট বলেন ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১০০০ টাকা জরিমানা করা হয়। পরে উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও সেবা সপ্তাহের লিফলেট বিতরণ করা হয়।।
অভিযান চলার সময় উপস্থিত ছিলের সহকারী পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতিসহ জেলা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।
You cannot copy content of this page