প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৩:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ
নেত্রকোণায় করোনা মহামারির জনসচেতনার বৃদ্ধির লক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় গনপ্রচারণা অনুষ্টিত
আব্দুল নূর,নেত্রকোণাঃনেত্রকোণায় জেলা প্রশাসনের সহযোগিতায় করোনা মহামারী ও জনচেতনার লক্ষে শনিবার (১ মে) দুপুরে হিমু পাঠক আড্ডা ও জনউদ্যেগে জেলা শহরের মোক্তারপাড়া ব্রীজ, পৌরসভা মোড়, শহীদ মিনারসহ বিভিন্ন মোড়ে মোড়ে জনপ্রচারনা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রচারনায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জনউদ্যোগ আহবায়ক হায়দার জাহান চৌধুরী, উদীচী সভাপতি মুস্তাফিজুর রহমান, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল,জনউদ্যোগ সদস্য সুজাদুল ইসলাম ফারাস, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগম এবং রক্তদানে নেত্রকোনার এইচ এম জনীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এতে অংশ নেয়।
বক্তারা এসময় বলেন, বর্তমানে করোনা মহামারীতে করোনা প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। এছাড়াও সবাইকে মাস্ক পড়ে রাস্তায় বের হতে হবে।
© 2024 Probashtime