প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২১, ৫:১১ অপরাহ্ণ
রামগঞ্জে চিটাগং ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে এর অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে ইফতার বিতরণ
আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ০৯ ভোলাকোট ইউনিয়নের ০৬,০৭ এবং ০৮ নং ওয়ার্ড আথাকরা, দেবনগর, শ্রীধরপুর, চন্ডীনগর, হোসেনপুর, শ্রী নারায়ন পুর এলাকার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
০৩রা মে সোমবাার আথাকরা নিবাসী কেথূড়ী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সুলতান আহমেদের লন্ডন প্রবাসী ছেলে মোহাম্মদ মঞ্জুরুল আহসান এর উদ্যোগে এবং ছোট ছেলে ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় "চিটাগাং ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে" এর চেয়ারম্যান সৈয়দ কফিল আহমেদের সৌজন্য বিভিন্ন বাড়িতে পবিত্র রমজান উপলক্ষে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ( চাল,ডাল,ছোলা বুট,আলু, পিঁয়াজ, তেল, চিনি, সাবান, খেজুর ) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিটাগাং ওয়েলফেয়ার ট্রাস্ট- ইউ.কে"এর কো-অর্ডিনেটর হোসেন মোহাম্মদ সরোয়ারদী সহ প্রমুখ।
চিটাগাং ওয়েলফেয়ার ট্রাস্ট- ইউ.কে"এর কো-অর্ডিনেটর হোসেন মোহাম্মদ সরোয়ারদী জানান, সংগঠনটি ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দুর্যোগের সময় গরীব অসহায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সংগঠনটি বিভিন্ন এতিমখানা, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ, গৃহহীনদের ঘর করে দেওয়াসহ নানান সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছেন। আমরা মাওলানা সুলতান আহমেদের পরিবারের এবং সংগঠন টির সাথে জড়িত সকল ভাই বোনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
© 2024 Probashtime