পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লকডাউনে জেলা ও আন্তঃ জেলা রুটে বাস-মিনিবাস বন্ধ থাকার কারনে বেকার হয়ে পড়া শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন আজিজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ কৃষকলীগ তেঁতুলিয়া উপজেলা শাখর উদ্যােগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছায়েম মিয়া ও জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজুসহ কৃষকলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
একময় উপজেলার তিন শতাধিক বাস -মিনিবাস শ্রমিকদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
এবিষয়ে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন,করোনাকালীন লকডাউনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কয়েক শতাধিক বাস-মিনিবাস শ্রমিকরা বেকার হয়ে পড়ায় আজ কৃষকলীগ তাদের পাশে দাড়িয়েছে। তাদের কয়েক দিনের জন্য খাবার ব্যবস্থা করেছি আমরা৷ আমরা সবাইকে আহবান জানাচ্ছি এসব শ্রমিকদের পাশে দাড়ানোর জন্য৷
You cannot copy content of this page