মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে তিন কিশোরকে নির্যাতনের মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শিক্ষক মোস্তাকিম সরকার বাবুসহ বাকী আসামিরা পলাতক রয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে আফজাল হোসেন (৫৫), মহসীন আলীর ছেলে শাকিব বাবু (২৫), আব্দুল হালিমের ছেলে মমিনুল ইসলাম (২৮), মৃত ইউনুস আলীর ছেলে পলাশ হোসেন (২৮) ও জাফরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিপন ইসলাম (২৪)।
উল্যেখ্য গত শনিবার (১ মে) দুপুরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর বুদ্ধিজীবীর মোড়ে ছাগল চুরির অপবাদ দিয়ে উপজেলার ত্রিমোহনী সøুইচ গেট এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী সৈয়দ শামীম হোসেন (১৬) এবং পূর্ব জাফরপুর গ্রামের রাকিবুল ইসলাম (১৫) ও নুশরাত কে (১৬) গাছে বেধে রড, পাইপ ও লাঠিসোটা দিয়ে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে গুরুতর জখম করে। চুরির স্বীকারোক্তি নিতে প্রকাশ্যে কিশোর তিনজনের পায়ে ইনজেশনের সিরিঞ্জের সুচ পায়ের তালু ফুটিয়ে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতন শেষে ৩ যুবককে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। তাদের উপর নির্যাতন দেখে ওই এলাকার নাঈম (১৪) ও নূর আলম (১৫) নামে দুই কিশোর ঘরছাড়া। তারা বর্তমানে নিখোজ রয়েছে। পরে রাতে গ্রাম্য শালিসে মাতব্বরা নিখোজ হওয়া দুই কিশোরকে তিন দিনের মধ্যে তাদের কাছে হাজির করতে অভিভাবকদের নির্দেশ দেন। তাদের হাজির করতে ব্যর্থ হলে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করতে হবে বলে ঘোষণা দেন।
এ ঘটনায় রোববার বিকেলে রামভদ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাকিম সরকার বাবু মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে থানায় পৃথক ভাবে ২টি অভিযোগ দায়ের করেন ওই নির্যাতনের শিকার কিশোরদের অভিভাবকগণ। অভিযোগ তদন্ত শেষে গত ২মে রোববার রাতে মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে।
জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, গাছে বেধে এক শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে নির্যাতনের ঘটনায় রোববার বিকেলে থানায় ২টি অভিযোগ দায়ের হয়। পরে অভিযোগ তদন্ত করে এজাহার হিসাবে গ্রহণ করা হয়েছে। থানার এসআই আজাদকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে । রোববার রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় তিনজনসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।
Leave a Reply