নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন স্থানে শোভা ছড়াচ্ছে রক্তলাল কৃষ্ণচুড়া । বাঙলার বৈশাখ মানেই ভিন্ন ভিন্ন সাজে সেজেছে বাহারি রংয়ের নানা ফুল। ভরে উঠে বাংলার প্রকৃতি। আকাশে গনগনে তাপমাখা সুর্য। কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস।গ্রীষ্মের এই নিস্প্রাণ রক্ষতা ছাঁপিয়ে কৃষ্ণচুড়া যেন নিজেকে রেখেছে আপন মহিমায়। সৌন্দর্যময় এই ফুলের নাম কৃষ্ণচুড়া। কিশোরীর কানের দুলের মত দুলছে এই বাহারি রংয়ের কৃষ্ণচুড়া। লাল- হলুদের সৌন্দর্যে মাতোয়ারা করে রেখেছে নাগরপুর উপজেলার কিছু প্রাঙ্গন।
মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসন,সরকারি কলেজ,মহিলা কলেজ এবং উপজেলা খাদ্য গুদাম সহ বিভিন্ন এলাকা গুড়ে দেখা যায় এই কৃষ্ণচুড়ার হাসি।
গ্রীষ্মের প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে যে সব ফুল ফুটে তার মধ্য অন্যতম কৃষ্ণচুড়া একটি। হালকা পাতায় বরণ্য লাল সবুজে সবুজাভ। উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে রাঙিয়ে রেখেছে এই কৃষ্ণচুড়া ফুল। এ কৃষ্ণচুড়া ফুল শুধু সৌন্দর্য ছড়ায় না বরং পথচারীরা এই তাপদাহে একটু স্বস্তির আশায় প্রাণ জুড়ায় এই কৃষ্ণচুড়া ফুল গাছেরর ছায়ায়। উপজেলার বসবাসরত মো. শাধীন সাথে কথা হয় এ কৃষ্ণচুড়া ফুল নিয়ে। তিনি বলেন আমার প্রায় ২৫ বছর ধরে এই বাহাড়ী রংয়ের কৃষ্ণচুড়া ফুলের সৌন্দর্যরূপ দেখছি। তাপদাহে অনেক পথচারী ও যুগল-যুগলী ছাঁয়া নেয়। তবে ঝড়ে হাওয়ায় এ ফুলগাছের নীচে থাকা নিরাপদ নয়।কারন এর মগডাল খুবই হালকা হয়। কথা পথচারী তারেক নামের এক পর্যটিকার সাথে তিনি বলেন, নাগরপুর সরকারী কলেজের রাস্তায় এলে কৃষ্ণচুড়া ফুলে বাহাড়ী রংয়ে মনটা ভরে যায় তাই সময় পেলে এখানে ছুটে আসি।
You cannot copy content of this page