wp-configuser@config.com : James Rollner : James Rollner
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২১, ৩:২৮ পূর্বাহ্ণ
কাপাসিয়ায় ডেইরি খামারিদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র রমজান উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুগ্ধ খামারিদের সংগঠন কাপাসিয়া ডেইরি ফারমার্স এসোসিয়েশন (কেডিএফএ) এর আয়োজনে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার ইকুরিয়ায় হ্যন্ডশেক এগ্রো লিমিটেড অফিস সংলগ্ন মাঠে প্রায় শতাধিক খামারিদের নিয়ে এ আয়োজন করে সংগঠনটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল।
কাপাসিয়া ডেইরি ফারমার্স এসোসিয়েশনের সভাপতি ও হ্যান্ডশেক এগ্রোর চেয়ারম্যান আসাদুজ্জামান ভূইয়া রুবেলের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমান, কেডিএফএ এর উপজেলার মোট ১১ ইউনিয়ন শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ডেইরি খামারি।