নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
আসন্ন ঈদ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (জিআর) এর নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার ( ৮ মে ) সকালে উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদ থেকে এ নগদ অর্থ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল -৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনে সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
সহতবতপুর ইউপি চেয়ারম্যান মো.তোফায়েল আহম্মেদ মোল্লা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আনিসুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল,ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো.উজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ম.ফারুক হোসেন প্রমূখ।
You cannot copy content of this page