মোঃ-সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত দুই জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করে ভারতীয় ভ্যারিয়েন্ট B1.617.2 শনাক্ত হয়েছে।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত ৬ মে পর্যন্ত বেনাপোল দিয়ে ২ হাজার ২০৩ জন দেশে ফিরেছেন। তাদের যশোর ও পাশের চার জেলায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ১৮ জন করোনা পজিটিভ যাত্রীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।
এদের মধ্যে দুই জনের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব থাকার কথা জানিয়ে জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তবে এটি ডাবল মিউট্যান্ট নয়।’ এ ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
যশোর জেনারেল হাসপাতালে থাকা ওই দুই রোগীকে আলাদা করে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ভারত থেকে ফিরবার পথে তার সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিনে নিয়ে পরীক্ষার পরামর্শ দিয়েছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
Leave a Reply