মোঃ আলমগীর হোসেন
উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নে আজ সোমবার (১০ মে) প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করছেন চেয়ারম্যান আল-আমীন সরকার।পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার পবিত্র রমজান উপলক্ষে ও কোভিট-১৯ এ ক্ষতিগ্রস্থ দুস্থ, অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় থেকে বরাদ্দ
ভিজিএফ (নগদ অর্থ) সকাল থেকে বিতরণ শুরু করেন।পূর্ণীমাগাঁতী ইউনিয়নের ২৭ শ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আল আমিন সরকার জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ নগদ ক্যাশ বিতরনের জন্য নির্দেশ দেয়া হয়। এ জন্য ইউনিয়নের ২৭শ পরিবারকে সিলেকশন করা হয়। এরপর স্বেচ্ছাসেবক দিয়ে বাড়ী বাড়ী গিয়ে মাস্টারোলে স্বাক্ষরসহ স্লিপ প্রদান করা হয়। গতকাল শুধু স্লিপ নিয়ে টাকা তাদের হাতে তুলে দেয়া হয়। এতে স্বল্পসময়ের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ২৭শ পরিবারের হাতে টাকা বিতরন করা সম্ভব হয়েছে।
ভিজিএফ নগদ ক্যাশ বিতরণে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোমিন ভুইয়া, ইউপি সদস্য/সদস্যা প্রমুখ।
You cannot copy content of this page