মোঃ সুজন আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঈদ দরজায় কড়া নাড়ছে। অন্য বছরের মতো এ বছর ঈদের আমেজ নেই। চার দিকে শঙ্কা। করোনার ভয়ে সবাই যবুথবু। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা’র বিশ্বস্ত ভ্যানগার্ড বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সহযোগিতায় বৈশ্বিক মহামারী কোভিড -১৯ এ ৫নং বালিয়া ইউনিয়নের ১ হাজার অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সাহারিয়া মাহাবুব সাওন চৌধুরী।
মঙ্গলবার (১১ মে) সকাল ১১ ঘটিকায় ভূল্লী ডিগ্রি কলেজ মাঠে ও দুপুর ২টায় বালিয়া স্কুল মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণের উপস্থিত ছিলেন, সাহারিয়া মাহাবুব সাওন চৌধুরী মাতা সালেহা খানম, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীস দত্ত সমীর, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকিউল আলম জুয়েল, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক তপন কুমার সেন।
আরও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ উপহার সামগ্রী বিতরণের ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, সাওন চৌধুরী এই ঈদ উপহার সামগ্রী বিতরণ একটি মহৎকর্ম। এতে ঈদের আনন্দ সবাই মাঝে ছড়িয়ে পরবে, কোন ভেদাভেদ থাকবে না।
ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সাহারিয়া মাহাবুব সাওন চৌধুরী বলেন, মহামারী করোনা ভাইরাস এর সংক্রামনে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে তাই আমার প থেকে তাদের জন্য ঈদ উপহার সামগ্রী দেওয়া হলো, যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে।
যুবলীগ নেতা সাওন চৌধুরী আরও বলেন, আমার মত সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। দেশের সংকটময় অবস্থায় কোন বিভেদ না করে অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেই দেশকে সকল পরিস্থিতি থেকে রা করা সম্ভব হবে। অসহায়, দরিদ্র ও সমাজের নিম্ন আয়ের সাধারণ মানুষের পাশে সবসময় থাকব।
Leave a Reply