কতদিন হয়নি বলা
বলতে চেয়েও মনের কথা
একসাথে দুজন হাতে হাত রেখে হেঁটেছি অনেক
বৃষ্টিতে ভিজেছি, দেখেছি জ্যোৎস্না স্নিগ্ধ রাত।
কত হাসা-হাসি, কত রাগারাগি
ঠাট্টা- তামাশা আর খুঁনসুটি
এত কথার ভিড়েও বাকী থেকে গেল
দু'জনারই অব্যক্ত কথোপকথন।
অনেক কথা জমিয়ে রেখেছি
বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি
তুমিও বলোনি, আমিও বলিনি
কখনও বলার চেষ্টাও করোনি।
দিনের পর দিন কেটে গেল
সময়গুলোও নিমিষেই হারালো
কথার ভিড়ে, স্মৃতির ভাঁজে
ব্যক্ত হওয়ার আকুতি নিয়ে
ব্যস্ততার চাদরে ঢাকা পড়ে গেল
আমাদের সেই অব্যক্ত কথোপকথন।
You cannot copy content of this page