প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২১, ৬:২৫ অপরাহ্ণ
এমপি এনামুলের পক্ষে যুবলীগ নেতা সেজানের ঈদ উপহার বিতরণ
রাজশাহীর বাগমারায় সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি এনামুলের পক্ষে ঈদ উপহার বিতরণ করলেন যুবলীগ নেতা সেজান।
বুধবার দিনব্যাপী ৯ টি ওয়ার্ডে হত দরিদ্র নারী পুরুষের হাতে এ উপহার তুলে দেয়া হয়। ৯ টি ওয়ার্ডে ৩৫০ টি পরিবার এ উপহার পাবেন। প্রতিটি পরিবারে ১ কেজি আতব চাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম সেমাই, গুঁড়ো দুধ, সাবান, ও মাস্ক দেয়া হয় ।
বাগমারা আসনের সাংসদ এনামুল হকের পক্ষে রাজশাহী জেলা যু্বলীগের সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ১৬ নং সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেজানুর রহমান সেজান এ ঈদ উপহার বিতরণ করেন।
এ সময় উপস্হিত ছিলেন বাগমারা উপজেলা আঃলীগের অন্যতম সদস্য আব্দুল জলিল,রাজশাহী জেলা যুবলীগের গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম ভুইয়াঁ, সোনাডাঙ্গা ইউপি আঃলীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান,ইউপি আঃলীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ,প্রচার সম্পাদক সাহাদৎ হোসেন,৮ নং ওয়ার্ড সদস্য স্যাফাতুল্যা প্রামানিক,সাবেক বাগমারা উপজেলা আঃলীগের সদস্য সুলতান মাহামুদ মানিক,ইউপি আঃলীগের অন্যতম সদস্য স্বপন,২ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,৩ নং ওয়ার্ড আঃলীগের সাধারন সম্পাদক পিন্টু রহমান,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিমু,সহ-সভাপতি বাবু, যুগ্ন সাধারন সম্পাদক সুমনসহ স্হানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আইন বিষয়ে স্না তকোত্তর ডিগ্রীধারী যুবলীগ নেতা সেজানুর রহমান সেজান বীর মুক্তিযোদ্ধা, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মতিউর রহমান টুকু'র একমাত্র সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি ও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছেন। আসন্ন সোনাডাঙ্গা ইউপি নির্বাচনে তিনি একজন অগ্রগামী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
© 2024 Probashtime