নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে নানা আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির অফিসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শাহালম মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি মো.আনোয়ার হোসেন, অটোরিক্সা,অটোটেম্পো ও সি.এন.জি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.ঠান্ডু মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিকলীগ নেতাকর্মী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শামছুল হক।
উল্লেখ্য- দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা। এদিন তাকে বহনকারী উড়োজাহাজটি বিকালে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় নামলে বিমানবন্দরে লাখো মানুষ তাকে স্বাগত জানান।
Leave a Reply